مقدمة

কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে দ্বীন ইসলামের শিক্ষা, প্রচার ও প্রসার এবং আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি বিধানের লক্ষ্যে প্রায় শতাধিক বৎসর পূর্বে বাঁশবাড়ী তাহিরিয়া সালাফিয়া মাদ্রাসা যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি কওমী ও সরকারি মাদ্রাসার সিলেবাসের সমন্বয়ে প্রণীত নিজস্ব কারীকুলাম অনুসরণে উন্নতমান সম্পন্ন শিক্ষা প্রদানের কারণে এ মাদ্রাসায় শিক্ষাসমাপ্ত করে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য কওমী ও সরকারি উভয়বিদ প্রতিষ্ঠানে দক্ষতা ও মেধার পরিচয় দেয় বরং দেশ ও বিদেশের খ্যাতনামা প্রতিষ্ঠান সমূহে উচ্চ শিক্ষার সুযোগ পায়। এ মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীরা দেশ ও বিদেশের বিভিন্ন ইসলামী বিশ্ববিদ্যালয় সমূহে অধ্যয়ন ও অধ্যাপনার সুযোগ পেয়েছে। বর্তমানে দাখিল দশম শ্রেণী পর্যন্ত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলোকে পাঠদান করা হচ্ছে এবং শীঘ্রই আলেম শ্রেণীর পাঠদান শুরুর পরিকল্পনা হাতে নেয়া হচ্ছে। সকল মতবাদ ও ফেরকাবন্দীর উপর কুরআন ও সহীহ সুন্নাহর শিক্ষা ও তদনুযায়ী আমলকে অগ্রাধিকার দেয়ার মানস গঠনের উদ্দেশ্যে বোর্ডের আবশ্যিক বিষয়সমূহের পাশাপাশি সহীহ আক্বীদার কিতাবাদী সিলেবাসে অন্তর্ভুক্ত আছে।

তাহফীযুল কুরআন বিভাগ : কুরআন মুখস্থ করনের মাধ্যমেই আল্লাহ তা’লা তাঁর কিতাবকে সকল ধরনের পরিবর্তন ও পরিবর্ধন থেকে হেফাজত করছেন। অত্র মাদ্রাসায় প্রথম থেকেই তাহফীযুল কুরআন বিভাগ চালু থাকলে ও মাঝখানে কয়েকবছর বন্ধ থেকে আল্লাহর ফযলে আবার চালু হয়েছে। হুফ্ফাজুল কুরআনের প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা তাহফীযুল কুরআন বিভাগটি পরিচালিত হচ্ছে। গরীব ও মেধাবী ছাত্রদের জন্য সম্পূর্ণ ফ্রি শিক্ষা এবং থাকা ও খাওয়ার আবাসিক ব্যবস্থা রয়েছে। সার্বক্ষণিক সি.সি.টিভি ক্যামেরার মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের পঠণ ও পাঠদান কার্যক্রম ও আবাসিক নিরাপত্তা পর্যবেক্ষণ নিশ্চিত করা হয়। সকল ধরনের মানসিক ও শারীরিক নির্যাতন এখানে কঠোরভাবে নিষিদ্ধ। শাস্তি দিয়ে নয়, বরং স্নেহ, যত্ন ও উৎসাহ প্রদানের মাধ্যমে কুরআনের প্রতি শিক্ষার্থীদের ভালোবাসা তৈরি করে কুরআন হিফজ করতে উদ্বুদ্ধ করা হয়। কোন প্রকার সরকারি অনুদান ছাড়াই নাম মাত্র টিউশন ফি এবং জনগনের আর্থিক অনুদান দিয়ে মাদ্রাসার সকল ব্যয় সংকুলান করা হয়। আলেম ও হাফেজ তৈরীর এ সুন্দর প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমকে আরো ও সফল ও ফলপ্রসূ করতে আপনার পরামর্শ ও আর্থিক সহযোগীতা আমাদের একান্ত কাম্য। আল্লাহ আমাদের সকলের এই কুরবানী ও প্রচেষ্টাকে কবুল করুন। দুনিয়া ও আখেরাতে সফলতা দান করুন। আমীন।

তাহফীযুল কুরআন প্রজেক্টে যেভাবে আপনি সাহায্য করতে পারবেন:
কুরআন মাজীদ মুখস্থ করে এর উপর আমল করার চেয়ে বড় সওয়াবের কাজ আর কি হতে পারে! তাই নিজে কুরআন মুখস্থ করুন এবং অন্যকে তা করতে সাহায্য ও উৎসাহিত করুন। হাদীসে এসেছে,
الدال على الخير كفاعله অর্থাৎ ভাল কাজের দিকে পথ প্রদর্শণকারী সে কাজটি সম্পাদনকারীর সমান (সওয়াব পাবে)। তাই যে সকল অনাথ ও অভাবী বাচ্চারা কুরআন মুখস্থ করতে চায় তাদের টিউশন ফি ও থাকা খাওয়ার ব্যয়ভার বহন করার দায়ীত্ব নিয়ে আপনি অঢেল সওয়াবের ভাগী হতে পারেন। যারা হাফিজ হয়ে সারাজীবন কুরআন পড়ে ও আমল করে বিরাট সওয়াবের অধিকারী হবে, আপনিও তাদের সমান সওয়াব পাওয়ার জন্য এক বা একাধিক হাফিজ স্পন্সর করুন। একা না পারলে দু’জন বা তিনজন মিলে একজন হাফিজ স্পন্সসর করুন। তিন বৎসরে সাধারণত: বাচ্চারা হিফজ সমাপ্ত করে।
হাফিজ স্পন্সর করতে হলে আমাদের সাথে আজই যোগাযোগ করুন।

লিংক: https://www.tahiriamadrasah.com/donate/

তাছাড়া আপনি একমাসের বোর্ডিং এর খরচ প্রদান করে কিংবা একটি গরু/ছাগল ইত্যাদি সাদকা করার মাধ্যমেও এ সওয়াবের কাজে অংশগ্রহন করতে পারেন।
নিয়মিত ও এককালীন সাদাকাহ: নীরবে নিভৃতে, প্রকাশ্যে ও গোপনে সামর্থ্য অনুসারে আপন সম্পদের একটি নির্দিষ্ট অংশ আল্লাহর মহব্বতে তাঁর পথে ব্যয় করা মুমিন নর ও নারীর এক অনুপম গুণ। আর তা যদি হয় নিয়মিত, তখন তার মূল্য বহুগুণে বেড়ে যায়। রাসূল (সঃ) বলেছেন, “সর্বোত্তম আমল হচ্ছে তা, যা নিয়মিতভাবে করা হয়।” তাই আমাদের তাহফীযুল কুরআন প্রজেক্টে নিয়মিত দান করে বিরাট সওয়াবের ভাগী হওয়ার জন্য আহবান করছি। আমাদের দাতা ফরম পূরণ করে আমাদের কাছে পাঠিয়ে দিলে দাতা লিস্টে আপনার নাম অন্তর্ভুক্ত করা হবে। SMS এবং WhatsApp এর মাধ্যমে আপনাকে দান সম্পর্কে অবগত করা হবে এবং আপনার দানের প্রাপ্তি স্বীকার করা হবে।
এছাড়া আপনি ব্যাংক ট্রান্সফার, Direct Debit সেট আপ করে এবং আমাদের Website এ প্রদত্ত Paypal এর মাধ্যমে ও দান করতে পারেন।
দানের লিংক।

লিংক: https://www.tahiriamadrasah.com/donate/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top